জিকা ভাইরাসে আক্রান্ত যাত্রীদের বিমানবন্দরে পৃথক করার বন্দোবস্ত করছে জাপান
নারিতা বিমানবন্দরের সংগনিরোধ কর্মকর্তারা সম্ভাব্য জিকা আক্রান্ত যাত্রীদের সনাক্ত করার ব্যবস্থা নিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রনালয় জিকা জ্বরকে সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করার পর নারিতা বিমানবন্দর কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিলেন।
সোমবার থেকে জ্বরে আক্রান্ত যাত্রীদের চিহ্নিত করার উদ্দেশ্যে থার্মগ্রাফিক ক্যামেরা ব্যবহার করা শুরু হয়। কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে বিমানবন্দরের ক্লিনিকে নিয়ে পরীক্ষা করে দেখা হবে তিনি জিকা আক্রান্ত কি না।
ইমিগ্রেশনেও স্বাস্থ্য সমস্যা ধরা পড়লে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন পরবে।
যদি কারো দেহে ভাইরাস পাওয়া যায় তবে ক্লিনিক কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করার পাশাপাশি জনস্বাস্থ্য কর্মকর্তাদেরও জানাবেন।
নারিতা বিমানবন্দরের সংগনিরোধ কর্মকর্তারা উপদ্রুত এলাকা সফরকারীদের ফুল হাত জামা এবং ফুল প্যান্ট পরার উপদেশ দিয়েছেন এবং কীট তাড়ানোর ঔষুধ ব্যবহার করতে বলেছেন। তারা গর্ভবতী মায়েদের বিশেষ করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।