নানকাই খাদ থেকে সৃষ্ট দীর্ঘস্থায়ী, শক্তিশালী ভূমিকম্প জাপানের তিনটি মেট্রোপলিটান এলাকাতে আঘাত করতে পারে

জাপানের প্রশান্ত মহাসাগর উপকূলের নিকট নানকাই খাদ থেকে সৃষ্ট বড় ভূমিকম্প জাপানের তিনটি বড় মেট্রোপলিটান এলাকাতে বড় ও দীর্ঘস্থায়ী কম্পনের সৃষ্টি করতে পারে। সুউচ্চ ভবন গুলো সজোরে দোল খেতে পারে বলে বৃহস্পতিবার সরকারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রীপরিষদ কার্যালয়ের একটি প্যানেলের প্রতিবেদন অনুসারে টোকিও, নাগোয়া এবং ওসাকা’র উপকূলবর্তী এলাকার নরম মাটির উপর নির্মিত সুউচ্চ ভবন গুলো নানকাই খাদ থেকে সৃষ্টি বড় ভূমিকম্পে ভূমির সচলতায় বিশেষ ভাবে অরক্ষিত।

ভবন ধসে পড়ার ঝুঁকি বেশ কম, কিন্তু ছাদ ভেঙে যাওয়ার কারণে মানুষ পড়ে গিয়ে কিম্বা লিফটে আটকা পড়ে আহত হতে পারেন। ভূমিকম্পের উৎসস্থলের নিকটবর্তী এলাকা গুলোতে সুনামি আঘাত হানতে পারে এবং কাঠের বাড়ি গুলো বিধ্বস্ত হতে পারে। সাথে বিভিন্ন ধরনের অগ্নিকান্ডের ঘটনাও ঘটার সম্ভাবনা রয়েছে, প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্যানেল ভবন গুলোর ব্যবস্থাপনার দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান এবং সেগুলোতে অবস্থান করা ভাড়াটিয়াদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা যাচাই করে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন জরুরি ত্রান সহায়তা এবং দমকলবাহিনীর সাহায্যও না পাওয়া যেতে পারে -এসব বিবেচনা করেই পরিকল্পনা করতে বলেছে।

প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে নানকাই খাদ অঞ্চলে বিগত ৫টি বড় ভূমিকম্পের কথা বিবেচনায় আনা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ১৭০৭ সালে ৮.৬ মাত্রার হোয়েই ভূমিকম্প এবং ৮.০ মাত্রার শোয়া নানকাই ভূমিকম্প, এ ছাড়াও পশিম জাপানের কিইই উপদ্বীপে ৯ এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প।