পাঁচ ফুট লম্বা টিকটিকি

আমাদের দেশের টিকটিকিগুলো খুব একটা বড় হয় না। একটু বড় সাইজের টিকটিকি দেখলে অনেকেই ভয় পান। আর একটা টিকটিকি যদি পাঁচ ফুট লম্বা হয় তাহলে কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখুন। অনেকেই হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না অথবা এটিকে কুমির ভেবে ভুল করবেন।

কিন্তু আশ্চর্য হলেও সত্যি এমন একটি দৈত্যাকার টিকটিকির দেখা মিলেছে সমপ্রতি অস্ট্রেলিয়ায়। দেশটির নিউ সাউথ ওয়েলসের একটি বাড়ির দেয়ালে ঘুরে বেড়াচ্ছিলো টিকটিকিটি।

বন্যপ্রাণি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের টিকটিকিকে লেস মনিটর অথবা লেস গোয়ানাও বলা হয়। এরা অনেক সময় ৬ ফুট পর্যন্তও লম্বা হতে পারে আর ওজন হতে পারে ২০ কেজি পর্যন্ত। ইরিক হলান্ড নামের ঐ ব্যক্তি তার বাড়ির দেয়ালে এটিকে দেখে প্রথমে ভয়ে পালালেও সুযোগ করে ঠিকই এর একটি ছবি তুলেছেন।-