মহান বিজয় দিবস ২০১৫
আগামী ২৭শে ডিসেম্বর ২০১৫ রবিবার আকাবানে বুনকা সেন্টারে ( ভিভিও হল ) ৪৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান এবং নৈশভোজ এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছি।
অনুষ্ঠান : বিকাল ৩.৩০- রাত্র ৮.৩০
বাংলাদেশ থেকে আগত শিল্পী – সাবরিনা ও মামুন
এবং সহযোগিতায়- উত্তরণ শিল্পী গোষ্ঠী।
Dinner Menu : Rice / Salad/ 3 types of Bhorta / Beef Curry/ Chicken Roast / Dal,
Dessert : Jilapi
স্থান : Akabane Bunka Kaikan ( Viveo Building )
Tokyo -to , kita-Ku Akabane Nishi 1-6-1
Tel : 03-3909-8121
আয়োজন ও পরিচালনায়
বাংলাদেশ কমিউনিটি জাপান।
এবারের স্লোগান: বদলে যাও সমাজ
রুখে দাও সকল অন্যায়. সবাই মিলে গাই
বিজয়ের গান