হিমায়িত মাছ থেকে মাছের পোনা!!

জাপানের গবেষকরা বলেছেন তারা হিমায়িত মাছের নমুনা থেকে মাছের পোনা পুনরুৎপাদন করতে সক্ষম হয়েছেন। তারা বলছেন এই প্রক্রিয়া বিপন্ন প্রায় প্রজাতি গুলোর অস্তিত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারবে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বিজ্ঞানিরা ৩ বছর ধরে হিমায়িত করে রাখা রেইনবো ট্রাউট মাছ হতে জীবন্ত স্টেম সেল তৈরি করতে সক্ষম হয়েছেন।

তারা অন্য একটি প্রজাতির ট্রাউট মাছের দেহে রেইনবো ট্রাউট মাছ থেকে সংগৃহীত স্টেম কোষকে প্রতিস্থাপন করেন। সেখান থেকে ডিম ও শুক্রাণু উৎপাদিত হয়। এই প্রক্রিয়ায় মৌলিক রেইনবো ট্রাউট মাছের ছানা উৎপাদন করা সম্ভব হয়।

আগের একটি গবেষণায় দেখা গেছে হিমায়িত মাছের ডিম তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে। গবেষণা দলের নেতা গোরো ইয়োশিজাকি বলেন এই প্রক্রিয়ায় বিজ্ঞানিরা “জন্মের টাইম ক্যাপসুল” তৈরি করে ফেলেছেন।

“ভবিষ্যতের পরিবেশকে মাছের জন্যে আরো বসবাসযোগ্য করতে আমি টাইম ক্যাপসুল নির্মাণ করতে চাই। তিনি বলেন আমি ক্যাপসুলের ঢাকনা খুলে পোনাদেরকে অবমুক্ত করতে চাই।”

গবেষকরা একই প্রক্রিয়ায় বিরল প্রজাতির স্যামন প্রজাতিকে সংরক্ষণের কথা বিবেচনা করছেন।