টোকিওতে জরুরি ১১৯ নম্বর মিনিটের জন্যে অচল

টোকিও দমকল বিভাগ বুধবার বলেছে একটি সিস্টেম সঠিক ভাবে কাজ না করায় মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে জরুরি বিভাগের ১১৯ নম্বরটি ৬ মিনিটের জন্যে অচল হয়ে পড়ে। এ সময় রাজধানীর ২৩টি ওয়ার্ডের কোথাও ১১৯ নম্বর ডায়াল করা যাচ্ছিলো না।

দমকল বিভাগ বলেছে এ সময় ৭টি নম্বর থেকে ১১৯ নম্বরে ডায়াল করা হয়, যার সব গুলোই শেষ পর্যন্ত সংযোগ পেতে ব্যর্থ হয়। দমকল বিভাগ বলেছে রক্ষণাবেক্ষণ পরীক্ষার সময় অব্যাহত ভাবে সিস্টেমটি লগইন এবং লগ আউট করতে থাকলে সেখানে ত্রুটি দেখা দেয়।

গত মার্চ ও এপ্রিল মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিলো। দমকল বিভাগের কর্মকর্তারা বলছেন বিগত ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো গোটা ফোন সিস্টেম পাল্টানোর কাজ চলছে।