শনির চাঁদে অণুজীবের অস্তিত্ব থাকতে পারেঃ জাপানি বিজ্ঞানি
শনির চাঁদ এনসেলেডাস এর গভীরে অণুজীবের অস্তিত্ব থাকতে পারে, সেখানে তারা থাকার উপযোগী কারণ চাঁদটি হাইড্রোজেন প্রস্তুত করছে যা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। একদল জাপানি বিজ্ঞানি এ কথা জানান।
২০০৯ সালে মার্কিন-ইউরোপীয় মানুষবিহীন মহাকাশযান ক্যাসিনি এনসেলেডাল’র দক্ষিণ মেরুতে বরফ ঢাকা সাগরের সন্ধান পেয়েছেন যেটির ব্যাস ৫০০ কিলোমিটার। সাগর থেকে বরফ কণা এবং সোডিয়াম লবণ বাষ্পীভূত হওয়ার ঘটনা নিশ্চিত করা হয়েছে।
বরফ ঢাকা চাঁদ থেকে উদ্ভূত ন্যানোমিটার আকারের সিলিকা কণার সন্ধান পাওয়া গেছে। এক ন্যানোমিটার হলো এক মিটারের শত কোটি ভাগের এক ভাগ।
টোকিও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইয়াসুহিতো সেকিনে এবং তার গবেষক দল গত মার্চে ল্যাবরেটরি পরীক্ষায় দেখিয়েছেন সাগরের ৯০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে উদগত ধূম এবং হাইড্রোথারমাল বিক্রিয়ায় সিলিকা ন্যানো কণা গঠিত হতে পারে।
মঙ্গলবার বৃটিশ বিজ্ঞান বিষয়ক জার্নাল “নেচার কমিউনিকেশন” এ গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়।
সিলিকা উচ্চতাপে গলে গিয়ে লোহা সমৃদ্ধ উল্কার মতো পাথর তৈরি হতে পারে যা পানির সংস্পর্শে বিপুল পরিমাণে হাইড্রোজেন নিষ্ক্রান্ত করতে পারে।