তথ্য নিরাপত্তার ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা!
সার্চ জায়ান্ট গুগলের স্মার্টফোন অপারেটিং সিসটেম অ্যান্ড্রয়েডের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ন। ইসরায়েলের তেল আবিব ভিত্তিক মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম ল্যাব দাবি করেছে, অ্যান্ড্রয়েডের বড় ধরণের নিরাপত্তা ত্রুটি রয়েছে এবং একে ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি বলছেন প্রতিষ্ঠানটির গবেষকরা।
জিম্পেরিয়াম ল্যাবের ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী সারা বিশ্বের ৯৫ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ল্যাবের গবেষকরা বলেছেন, অ্যান্ড্রয়েডের স্টেজফ্রাইট ২.০ বাগ আবারো নতুনভাবে ডিভাইসগুলোতে জায়গা করে নিচ্ছে। গত এপ্রিলে প্রথমবারের মতো স্টেজফ্রাইট অ্যন্ড্রয়েড ডিভাইসে দেখা দেয়। সেসময় এমএমএস এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রবেশ করেছিল স্টেজফ্রাইট।
গবেষকরা আরও জানিয়েছেন, ব্যবহারকারী তার ডিভাইসে গান শোনার জন্য এমপিথ্রি বা এমপিফোর ফাইল চালু করলেও এর মাধ্যমে তার ডিভাইসে স্টেজফ্রাইট ২.০ জায়গা করে নিয়ে পারে। সেই সঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিসটেম চালিত ডিভাইস ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
অপারেটিং সিসটেম অ্যান্ড্রয়েড তথা মোবাইল ওএস এর ক্ষেত্রে স্টেজফ্রাইট ২.০ কে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন জিম্পেরিয়াম ল্যাবের গবেষকরা। কারণ, বিশ্বজুড়ে ৯৫০ মিলিয়ন মোবাইল ও ট্যাবলেট ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।