জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে অভিযোগ তুললেন ওকিনাওয়া গভর্নর
ওকিনাওয়া গভর্নর তাকেশি ওনাগা সোমবার মার্কিন ঘাঁটি ইস্যুতে জাপান সরকারের সমালোচনা করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে অভিযোগ করেছেন।
জাপানের সর্ব দক্ষিণের প্রিফেকচারটি দেশের মোট আয়তনের ০.৬ শতাংশ, অথচ জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের সাথে ভাগ করে ব্যবহার করা ঘাঁটি গুলো বাদে মার্কিন ঘাঁটি গুলোর ৭৩.৮ শতাংশ অবস্থান করছে এই প্রিফেকচারটিতেই -ওনাগা বলেন।
মার্কিন ঘাঁটির কারণে অপরাধ, দুর্ঘটনা এবং পরিবেশ গত সমস্যা বাড়ছে যা স্থানীয় জনগনের স্বাভাবিক জীবনকে প্রভাবিত করছে, ওনাগা জোর দিয়ে বলেন, মানবাধিকার এবং ওকিনাওয়া’র জনগনের আত্মনির্ধারণের অধিকারকে উপেক্ষা করা হচ্ছে।
ওনাগা প্রশ্ন তুলে বলেন, কেমন করে একটি দেশ যে তার নিজ নাগরিকদের স্বাধীনতা, সমতা, মানবাধিকার এবং গণতন্ত্রকে রক্ষা করতে পারে না, তা সে অন্য দেশের সাথে অংশীদার করে।
তিনি মার্কিন নৌবাহিনীর বিমান ঘাঁটি ফুতেনমা’কে ওকিনাওয়া’র অপর একটি শহর নাগো’র হেনোকো অঞ্চলে স্থানান্তর সংক্রান্ত জাপান-মার্কিন চুক্তির সমালোচনা করেন।
জেনেভা’র জাতিসংঘ কার্যালয়ের জাপানি দূত মিসাকো কাজি জাপান সরকারের পক্ষ থেকে ওনাগা’র বক্তব্যের জাবাব দিয়েছেন।
তিনি উল্লেখ করেন মার্কিন নৌবাহিনীর বিমান ঘাঁটি ফুতেনমা’কে হেনোকো’তে স্থানান্তরই হলো মার্কিন বাহিনীর অবস্থান ও ঝুঁকি এড়ানোর একমাত্র পথ।
কাজি বলেন ওকিনাওয়া’র সাবেক গভর্নরের অনুমোদন এবং প্রাসঙ্গিক আইনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি বলেন সরকার বিষয়টিকে উপলব্ধি করার জন্যে প্রিফেকচারটিকে পরিস্থিতির ব্যাখ্যা প্রদান অব্যাহত রাখবে।