• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • Untitled Post

    Posted by admin on July 7
    Posted in Uncategorized 

    সাকিবের ওপর নির্ভরশীল নয় বাংলাদেশ দল

    সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের স্পটলাইটটা এখন সৌম্য সরকারের দিকে। বিশ্বকাপ থেকে ব্যাটিংয়ে তার আগ্রাসী মেজাজটাই বাংলাদেশের চেহারা দিয়েছে বদলে। ১৩টি ওয়ানডে ইনিংসে গড়টাও তার ঈর্ষণীয়, ৪০.৫৮। অথচ, ওয়ানডের আক্রমণাত্মক টপ অর্ডার ক্যারিয়ারের প্রথম ২টি টি-২০তে মেলে ধরতে পারেননি নিজেকে। রাবাদার বাউন্সারে পুল করতে গিয়ে গত পরশু করেছেন মারাত্মক ভুল। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে অপরিনামদর্র্শী শটে শুধু নিজেই আউট হননি, তার ওই আউটেই লড়াই থেকে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ. আফ্রিকার কাছে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে (৫২ রানে) হেরে যাওয়ায় অপরাধবোধে তাড়িত এই বাঁহাতি ওপেনারÑ ‘সবাই বুঝছে, আমিও বুঝছি, আমার জন্য একটু খারাপই হচ্ছে। আমি থিতু হয়ে আউট হচ্ছি, এটা আমার চেয়ে দলের জন্যই বেশি খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে থেকে বের হয়ে আসার জন্য আমি অনেক কাজ ও পরিকল্পনা করছি।’  প্রথম ম্যাচে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার মাশুল দিয়েছে বাংলাদেশ দল, তার জন্য অনুতপ্ত এই টপ অর্ডারÑ ‘সব কিছুই স্বাভাবিক ছিল। পরিকল্পনা ছিল, প্রথম ৬ ওভারের মধ্যে ৪০ থেকে ৫০ রান করে রাখলে পরের ব্যাটসম্যানদের জন্য অনেক সুবিধা হবে। এই পরিকল্পনা নিয়েই চেজ করতে নেমেছিলাম। তবে আমাদের যে পরিকল্পনা ছিল, আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। শুরুতেই দুটি উইকেট হারিয়েছি। শুরুতে এই ধাক্কা খাওয়ার কারণে আমরা পিছিয়ে গিয়েছিলাম। আমাদের পরিকল্পনা ফিল্ডিং, বোলিংয়ে সফল হয়েছে। পরিকল্পনা অনুয়ায়ী ব্যাটিং করতে পারলে হয়তোবা ম্যাচের ফল আমাদের পক্ষে আসতে পারতো।’ ১৪৯ রান চেজ করতে নেমে প্রোটিয়া অফ স্পিনার ডুমিনি এবং বাঁ হাতি স্পিনার ফাঙ্গিসো কেন ভয়ংকর হয়ে উঠবে? নিজেদের চেনাজানা স্পিন ফ্রেন্ডলি উইকেটে নিজেরাই উল্টো ফাঁদে পড়বে? এ প্রশ্ন সৌম্যর। তবে দ্বিতীয় ইনিংসের মাঝপথে উইকেটে বাড়তি টার্ন পাওয়ায় পরিস্থিতিটা বদলে গেছে বলে মনে করছেন সৌম্যÑ ‘শুরুতে কিন্তু উইকেটে ততটা টার্ন ছিল না। যখন মুশফিক ভাই আউট হয়ে গেছে বা আমাদের একটু বেশি উইকেট পড়ে গেছে তখন আমরা পিছিয়ে গেছি। ঐ সময়ে উইকেটে একটু টার্ন বেশি ছিল। ব্যাটসম্যানরা চাপে থাকলে আর কন্ডিশন বোলারদের পক্ষে থাকলে এটা হতে পারে। ’ টি-২০তে টপ অর্ডারদের ভূমিকা একটু বেশি। সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর তা উপলব্ধি করছেন সৌম্যÑ ‘সাকিব ভাই শেষ করে এলে বা দুই উদ্বোধনী ব্যাটসম্যানের কেউ একজন শেষ করে আসতে পারলে ভালো হতো। উদ্বোধনী ব্যাটসম্যানরা যদি বড় জুটি গড়ে দিয়ে আসতে পারতাম তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য ম্যাচটা হাতে নেয়া সহজ হতো।’ টি-২০তে বাংলাদেশের একমাত্র স্পেশালিস্ট ক্রিকেটার সাকিব। তবে আইপিএল, বিগ ব্যাশ এবং সিপিএল’র পারফর্মার সাকিবের উপর বাংলাদেশ দল এখন নির্ভরশীল, তা মানতে নারাজ সৌম্যÑ ‘টি-২০তে সাকিব ভাই অনেক অভিজ্ঞ ক্রিকেটার। সব জায়গাতেই খেলেন। তবে আমরা উনার ওপরই নির্ভরশীল তা কিন্তু নয়। এখন সবাই পারফর্ম করছে বলেই আমাদের ফল ভালো হচ্ছে। উনি ভালো খেললে দলের জন্য অনেক ভালো কিছু আসে, কেননা উনি সব দিক দিয়েই অনেক শক্তিশালী।’ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলেছেন মাত্র ২টি। এই দু’ম্যাচেই সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটের রসায়নটা জেনে গেছেন সৌম্য সরকার। টি-২০ ক্রিকেটে স্কিলের সঙ্গে মানসিক শক্তিটাও যে জরুরি, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিং করতে না পেরে সেই তাগিদা অনুভব করছেন সৌম্যÑ ‘টি-টোয়েন্টি ক্রিকেট খেলা মানসিক দিক থেকে অনেক কঠিন। গায়ের শক্তির চেয়ে মানসিক শক্তি দিয়ে অনেক বেশি খেলতে হয়। সব সময় হিসাব-নিকাশ করে খেলতে হয়। এটা যত বেশি খেলা যায় তত ভালো। আমাদের খেলা কম হচ্ছে, এটা বাড়ানো হলে আমাদের দলের জন্য ভালো হবে।’ আন্তর্জাতিক অঙ্গনে হাতে গোনা টি-২০ খেলার সুযোগ, ঘরোয়া ক্রিকেটেও টি-২০’র চর্চা নেই তেমন। সংক্ষিপ্ততম ভার্সনের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিয়ে প্রতিদ্বন্দ্বী দলে আত্মপ্রকাশে পর্যাপ্ত সংখ্যক টি-২০ খেলার দাবি সৌম্যরÑ ‘আমরা সব সময় খেলার ভেতরে থাকতে চাই, তা যে ফরম্যাটই হোক। টি-২০ হলেও ভালো। যদি আমরা এখানে আরও উন্নতি করতে চাই, আমাদের আরও টি-২০ খেলানো উচিত।’একটানা ক্রিকেটে থাকায় আজ টি-২০ সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেনি বাংলাদেশ দল। সকালে টিম মিটিং শেষ করেই ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ক্রিকেটারদের ছুটি দিয়েছেন। সাড়ে ১১টার পর হোটেল সোনারগাঁও থেকে যে যার মতো বেরিয়েছেন। ব্যতিক্রম কেবল মুশফিকুর রহিম ও লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। দলের অন্যরা যখন বেরিয়েছেন ঘুরতে, তখন হোটেল থেকে বেরিয়ে জুবায়েরকে সঙ্গে নিয়ে মুশফিকুর গেছেন হোম অব ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে। ইনডোরে জুবায়েরের বলে প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিক। জুবায়ের ছাড়াও অনুশীলনে নেট বোলার পেয়েছেন মুশফিকুর। সংবাদ সম্মেলনের জন্য সৌম্যকে প্রস্তুত রেখেছে টিম ম্যানেজমেন্ট।

    ইউনেস্কো হ্যারিটেজ মর্যাদা পেলো মেইজি শিল্প বিপ্লব সাইট

    ইউনেস্কো’র একটি প্যানেল কয়েকটি শিল্প এলাকার সমন্বয়ে গঠিত একটি জাপানি শিল্প সাইটের গ্রুপকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়ার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

    রোববার জার্মান শহর বন এ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৮টি প্রিফেকচারের ২৩টি সাইটকে এর ভেতর অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এসব সাইট গুলো জাপানের শিল্প বিপ্লবের গোড়ার দিককার স্থান। উনবিংশ শতাব্দীর শেষ থেকে শুরু করে বিংশ শতাব্দীর গোড়াতে মেইজি সময়ে জাপানের যে শিল্পয়োন্নয়্ন ঘটে এসব স্থান গুলো সেগুলোর সাক্ষী বহন করে চলেছে।

    প্যানেল স্বীকার করে সাইট গুলো একটি অ-পশ্চিমা দেশে পশ্চিম থেকে শিল্পায়নের প্রথম সফল বিস্তার। জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বয় জটিল হয়ে ওঠায় চুড়ান্ত আলোচনা রোববার পর্যন্ত একদিনের জন্য স্থগিত করা হয়।

    দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা দাবি করেন কোরিয়ানদেরকে এসব সাইট গুলোকে ষড়যন্ত্রমূলক ভাবে আনা হয়েছিলো।

    দক্ষিণ কোরিয় সরকারের কর্মকর্তারা সাংবাদিকদেরকে বলেন প্যানেলের চুড়ান্ত বৈঠকে তারা জাপানের সাথে মতৈক্যে পৌঁছেছেন।