ঝড়ে এক দেশ থেকে অন্য দেশে উড়ে গেল ভবন!
Read More
**-------------**------------**
|
Community Events
Jan 1815ঝড়ে এক দেশ থেকে অন্য দেশে উড়ে গেল ভবন!admin January 15 ঝড়ে এক দেশ থেকে অন্য দেশে উড়ে গেল ভবন! যুক্তরাষ্ট্রের মেইনে অঙ্গরাজ্যের শতবর্ষী মৎস্য ইন্ড্রাস্টিজ ভবনটি দেশটির ঐতিহাসিক জায়গাগুলোর একটি। যুক্তরাষ্ট্রের এই ঐতিহ্যবাহী ভবনটি ঝড়ে উড়ে গিয়ে পড়েছে কানাডায়!
ঝড়ের কারণে এক দেশ থেকে অন্য দেশে ভবন উড়ে যাওয়ার এই ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করলেও প্রকৃত ঘটনা হলো ভবনটি ছিল কানাডার সীমান্তবর্তী অঞ্চলে। ঝড়ের কারণে সেটি কয়েক মিটার দূরে গিয়ে পড়লেও আইনগতভাবে সেটি দেশের সীমানা পার হয়ে যায়।
কানাডার নিউ ব্রুনসউইকের কোমপোবেলো দ্বীপের পানিতে গিয়ে পড়লে দেখা দেয় জটিলতা। আইনি জটিলতার কারণে যুক্তরাষ্ট্র চাইলেও সেখান থেকে তুলে আনতে পারছে না ভবনটিকে।
লুবেক ল্যান্ডমার্কের প্রেসিডেন্ট রেচেল রুবেয়র বলেন, কানাডার কিছু মানুষ এটিকে এখন নিজেদের সম্পদ হিসেবে দাবি করছে। ক
Read More **-------------**------------** ![]() ![]() Jan 1815উত্তর কোরিয়া হুমকি নিয়ে জাপান এবং লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর সংলাপউত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় পারষ্পরিক সহযোগিতার ব্যাপারে একমত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং তার লিথুয়ানীয় প্রতিপক্ষ। তিনটি বাল্টিক রাষ্ট্র সফরের তৃতীয় ধাপে শনিবার মি: আবে লিথুয়ানিয়া এসে পৌঁছান। লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী সউলাস স্কুয়াভনেলিসের সংগে এক বৈঠকে মি: আবে তাকে এই মর্মে সতর্ক করেন যে উত্তর কোরিয়া এমন ধরণের ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস পর্যন্ত পৌঁছুতে সক্ষম। তিনি উত্তর কোরিয়ার এই সক্ষমতাকে পুরো ইউরোপের জন্যই হুমকি রূপে বর্ণনা করেন। প্রত্যুত্তরে মি: স্কুয়াভনেলিস বলেন, ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে লিথুয়ানিয়া জাপানের সাথে কৌশলগত মৈতRead More **-------------**------------** Jan 1814মহাকাশে ৩.৫ ইঞ্চি উচ্চতা বৃদ্ধি, ভুল তথ্যের জন্য জাপানি নভোচারীর দুঃখপ্রকাশadmin January 14 মহাকাশে ৩.৫ ইঞ্চি উচ্চতা বৃদ্ধি, ভুল তথ্যের জন্য জাপানি নভোচারীর দুঃখপ্রকাশ পৃথিবীর বাইরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন সপ্তাহ থাকার পর ৯ সেন্টিমিটার বা ৩.৫ ইঞ্চি বেড়ে গেছেন, জাপানের একজন নভোচারীর এমন টুইটে ভুল রয়েছে উল্লেখ করে, সেজন্য দুঃখপ্রকাশ করেছেন ঐ নভোচারী। ফের টুইটেই নরিশিগে কানাই জানিয়েছেন, বস্তুত তার উচ্চতা বেড়েছিল দুই সেন্টিমিটারের মত। ভুলটিকে তিনি ‘মাপজোখের ভুল’ বলে বর্ণনা করেছেন।
এক টুইটে তিনি লিখেছেন, ‘এমন একটি ভুয়া খবর টুইট করার জন্য আমি খুবই দুঃখিত।’ কিন্তু মহাকাশে গিয়ে তার উচ্চতা নয় সেন্টিমিটার বাড়ার খবরে সামাজিক যোগযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। মহাকাশে যাওয়ার পর সাধারণত নভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেমি বেড়ে যায়।
Jan 1814জাপানী পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমারের রোহিঙ্গা গ্রাম পরিদর্শনadmin January 14 জাপানী পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমারের রোহিঙ্গা গ্রাম পরিদর্শনজাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোও কোওনো, রোহিঙ্গা মুসলমানদের দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের প্রস্তুতি প্রত্যক্ষ করতে দেশটির পশ্চিমাঞ্চল সফর করেছেন।
মিঃ কোওনো, ভিন্ন কোন দেশের প্রথম মন্ত্রী হিসেবে আজ মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টারে চড়ে রাখাইন রাজ্যে গিয়ে পৌঁছান।
গতবছর রোহিঙ্গা জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ আরম্ভ হওয়ার পর থেকে লাখ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যায়।
প্রায় ১ হাজার রোহিঙ্গার বসবাস থাকা গ্রামটিতে মিঃ কোওনোর কাছে মিয়ানমারের সরকারী কর্মকর্তারা, সংঘর্ষের সময় পুড়িয়ে দেয়া বাড়িঘরগুলোর প
**-------------**------------** Jan 1810মহাকাশে গিয়ে ৯ সেন্টিমিটার উচ্চতা বাড়ল নভোচারীরadmin January 10 মহাকাশে গিয়ে ৯ সেন্টিমিটার উচ্চতা বাড়ল নভোচারীর জাপানের একজন নভোচারী জানিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন সপ্তাহ থাকার পর তার উচ্চতা ৯ সেন্টিমিটার (৩ দশমিক ৫ ইঞ্চি) বেড়ে গেছে। নরিশিগে কানাই সোশ্যাল মিডিয়াতে তার পাতায় লিখেছেন তিনি এখন ভয় পাচ্ছেন জুনে ভূপৃষ্ঠে ফেরার সময় রাশিয়ার সয়্যূজ নভোযানে তিনি আঁটবেন কিনা। মহাকাশে যাওয়ার পর নভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেমি বেড়ে যায়।
মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হওয়ায় এই উচ্চতা বাড়ে। তবে পৃথিবীতে ফেরার পর সেই বাড়তি উচ্চতা কমে নভোচারী স্বাভাবিক উচ্চতায় ফিরে আসেন।
![]() টুইটারে মি কানাই লিখেছেন, ‘সবাইকে সুপ্রভাত। আমি একটি বড় ঘ
Read More **-------------**------------** Jan 186১ বছরের ছোট-বড় যমজ ভাই-বোন!admin January 6 ১ বছরের ছোট-বড় যমজ ভাই-বোন! যমজ ভাই-বোনরা সাধারণত একই সাথে পৃথিবীর আলো দেখে। কখনো কখনো জন্মের ব্যবধান কয়েক মিনিটও হয়। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক যমজ ভাই-বোনের বয়সের পার্থক্য দাঁড়িয়েছে পুরো এক বছর!
অবিশ্বাস্য মনে হলেও প্রকৃত ঘটনা হলো ২০১৭ সালের ৩১ জানুয়ারি ১১.৫৮ মিনিটে প্রথমে জন্ম নেয় ছেলে শিশু জোকুইন জুনিয়র অন্তিভারোস। তার জন্মের আঠারো মিনিট পরে ২০১৮ সালের ১ জানুয়ারি ১২.১৬ মিনিটে জন্ম হয় তার বোন আইতানা দি জেসাস অন্তিভারোসের।
![]() তাদের মা মারিয়া এসপারেনজা ফ্লোরেস রাইসের ডেলিভারির তারিখ ছিল এ বছরের ২৭ জানুয়ারি। কিন্তু নতুন বছরের প্রাক্কালে প্রসব বেদনা ওঠার পরই হাসপাতালে চলে আসেন তারা। দুই সন্তানের জন্ম সাল ভিন্ন হলেও তাতে মোটেও অ
Read More **-------------**------------** Jan 186শিশুর ডিএনএ থেকে জানা গেল প্রথম আমেরিকানদের ইতিহাসadmin January 6 শিশুর ডিএনএ থেকে জানা গেল প্রথম আমেরিকানদের ইতিহাস আমেরিকা মহাদেশে মানুষের আগমন কিভাবে ঘটেছিল সে সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। আর সেটি এসেছে ১১ হাজার ৫০০ বছর আগের এক কন্যা শিশুর মরদেহের ডিএনএ পরীক্ষা করে।
পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে জানা যাচ্ছে, শিশুটি প্রাচীন এক নরগোষ্ঠীর সদস্য, যে গোষ্ঠীর পরিচয় সম্পর্কে আগে জানা যায়নি।
বিজ্ঞানীরা বলছেন, এই ডিএনএ পরীক্ষা থেকে এখন জানা যাচ্ছে, ২০ হাজার বছর আগে সাইবেরিয়া থেকে এক ঝাঁক মানুষ প্রথমবারের মতো আমেরিকা মহাদেশে অভিবাসন করেছিলেন। এশিয়া এবং আমেরিকার মাঝামাঝি বেরিং প্রণালীতে তখন সমুদ্রের গভীরতা কম ছিল এবং দুই মহাদেশের মধ্যে স্থলপথের যোগাযোগ ছিল বলে বিজ্ঞানীরা মনে করছেন। অধ্যাপক এস্কে উইলারস্লেভ এবং তার গবেষক সঙ্গীরা মনে করেন, এরাই বর্তমানের নেটিভ আমেরিকা
Read More **-------------**------------** Jan 184ফের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন৫ জানুয়ারি ঘিরে দুই দলের কর্মসূচিঢাকায় দু’টি সমাবেশ করবে আওয়ামী লীগ : এখনো অনুমতি পায়নি বিএনপি নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি ৫ জানুয়ারি। ২০১৪ সালে এই দিনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো দেশ-বিদেশে চলছে বিতর্ক। ওই নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে প্রতিবছর দেশের বড় দুই দল দিবসটি পালন করে বিপরীত মেরু থেকে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দিবসটি পালন করে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে। আর মাঠের বিরোধী দল বিএনপি দিবসটি পালন করে ‘গণতন্ত্র হত্যা’। ২০১৫ সালে দিবসটি পালন উপলক্ষ্যে বিএনপি আয়োজিত সমাবেশে বাধা দেয়ায় টানা ৯২দিন হরতাল-অবরোধ হয়েছে। সেই ৫ জানুয়ারিকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠছে রাজনৈতিক অঙ্গন। ওইদিন নিজ নিজ দলীয় কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিRead More **-------------**------------** Jan 184টোকিও অলিম্পিক প্রস্তুতি জোরদারadmin January 4 টোকিও অলিম্পিক প্রস্তুতি জোরদার২০২০ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিকের প্রস্তুতি জোরদার করে নিচ্ছে টোকিও পৌরসরকার।
অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠানের মাত্র দুই বছর সময় হাতে থাকায় টোকিও সরকার কয়েকটি নতুন স্থাপনা নির্মাণ শুরু করে দেয়ার পরিকল্পনা করছে।
একই সাথে বিদ্যমান স্থাপনাগুলোকে সংস্কারের পরিকল্পনা করছে তারা। এর মধ্যে শিবুইয়া ওয়ার্ডের একটি জিমখানা অর্ন্তভুক্ত রয়েছে। টেবিল টেনিস খেলার স্থান হিসাবে একে ব্যবহার করা হবে। কোতো ওয়ার্ডের একটি সাঁতার কেন্দ্রও এতে অর্ন্তভুক্ত যেখানে ওয়াটার পোলো ক্রীড়া অনুষ্ঠিত হবে।
কর্মকর্তারা বলছেন যে জুলাই মাস থেকে জিমখানাটি বন্ধ রাখা হবে। নভেম্বর মাসের শ
**-------------**------------** Jan 182নতুন বছরে মঙ্গল কামনায় জাপানিরাadmin January 2 নতুন বছরে মঙ্গল কামনায় জাপানিরানতুন বছর উপলক্ষ্যে মধ্য টোকিওর একটি শিনতো মন্দিরে ২০১৮ সালকে ঘিরে শুভ কামনার জন্য অসংখ্য প্রার্থনাকারীর ভিড় লক্ষ্য করা যায়। মধ্যরাতে ঘড়ির কাটা স্পর্শ করার আগেই এসব প্রার্থনাকারী মেইজি জিংগু মন্দিরে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে থাকেন। নতুন বছরের আগমনী ঘণ্টা বেজে উঠার সঙ্গে সঙ্গেই পুণ্যার্থীরা বেড়া দেয়া নির্ধারিত স্থানে অর্থকরী নিবেদন এবং প্রার্থনা করেন। পরিদর্শনকারীরা সেখান থেকে বিভিন্ন মাঙ্গলিক সামগ্রী কিনে আনতে পারেন এবং ভাগ্য লেখা চিরকুট দেখতে পারেন। মেইজি জিংগু মন্দিরের কর্মকর্তারা বলেন, নতুন বছরের প্রথম ৩ দিনে ৩০ লাখ পুণ্যার্থীর আগমন ঘটবে বলে তারা ধারণা করছেন। এই সংখ্যা নতুন বছরের সময় জাপানের অন্যান্য যে কোন শিনতো বা বৌদ্ধ মন্দিরে যাওয়া পুণ্যার্থী সংখ্যার চেয়ে বেশি বলে মনে করাRead More **-------------**------------** Jan 182আমাদের রাজ্য শাসন-২০ মাওলানা আবদুস সালাম কিদওয়ায়ীadmin January 2 আমাদের রাজ্য শাসন-২০হযরত আলী রা. হযরত উসমান রা.-এর শাহাদতের পর সাহাবীগণ হযরত আলী রা.-কে খলীফা নিযুক্ত করেন। সে সময় মদীনায় বিদ্রোহীদের একচ্ছত্র প্রভাব ছিল। তাদের প্রতিহত করার কেউ ছিল না। এরাও হযরত আলী রা.-এর সাথে যোগ দেয়। কিন্তু তাদেরকে বের করে দেওয়ার শক্তি তাঁর ছিল না। ফলে তিনি তাদের ব্যাপারে নীরব থাকলেন। খেলাফত লাভের পর হযরত আলী রা. কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। লোকেরা তাঁর কাছে হযরত উসমান রা.-এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করত। হযরত আলী রা.-এরও এমনটি ইচ্ছা ছিল। কিন্তু বিদ্রোহীরা চারপাশে এমনভাবে ছড়িয়ে ছিল যে, তাদের বিরুদ্ধে কিছু করা তো দূরের কথা, মুখে কিছু বলাও কঠিন ছিল। তাই তিনি তাদেরকে বোঝাতে লাগলেন, একটু অপেক্ষা কর। অবস্থার একটু পরিবর্তন হলেই বিদ্রোহীদের দেখে নেওয়া হবে। কিন্তু কিছু মানDec 1730মহাশূন্যে ভাসমান অ্যাপার্টমেন্টadmin December 30 মহাশূন্যে ভাসমান অ্যাপার্টমেন্ট পৃথিবীর সব মানুষের কাছেই নিজের ঘর সবচেয়ে সুখের জায়গা। কিন্তু প্রতিদিন একই বাড়িতে থাকতে থাকতে একঘেয়েমি চলে আসাটা স্বাভাবিক। এই একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিতে নতুন আবাসস্থল নিয়ে চিন্তা ভাবনা করছেন একদল স্থপতি। ক্লাউড আর্কিটেকচার অফিসের একদল স্থপতি এমনই এক অভিনব ভাসমান অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা করছেন। মূলত ভবিষ্যতের কথা মাথায় রেখেই তারা এমনটা চিন্তা করছেন। সব থেকে অবাক বিষয়, মহাশূন্যে ভাসমান এই অট্টালিকা এক জায়গায় স্থির থাকবে না। পৃথিবীর চারপাশে প্রদক্ষিণরত স্যাটেলাইটের মতো এটি ঘুরে বেড়াতে সক্ষম হবে। মূলত মহাশূন্যের একটি কক্ষপথে স্থাপন করা হবে বিশেষ এই ভাসমান অট্টা
**-------------**------------** Dec 1730হিংসা : চুলার আগুন যেমন শিব্বীর আহমদadmin December 30 হিংসা : চুলার আগুন যেমনমানবেতিহাসের শুরুর দিককার কথা। পৃথিবীতে মানব পরিবার বলতে তখনো কেবলই হযরত আদম আলাইহিস সালামের পরিবার। হযরত হাওয়া রা.-এর সঙ্গে তাঁর সংসার। তাঁদের সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়Ñএক ছেলে এক মেয়ে। তাদের জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ম ছিল এমনÑজমজ ভাইবোন পরস্পর বিয়ে করতে পারবে না। যাদের জন্ম আগে-পরে, তারা একে অন্যকে বিয়ে করতে পারবে। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের নাম ছিল হাবীল ও কাবীল। কাবীলের সঙ্গে যে বোনের জন্ম হয় সে ছিল অধিক সুশ্রী। তাই নিয়ম ভেঙ্গে কাবীল তাকেই বিয়ে করতে চায়। আর নিয়ম টিকিয়ে তাকে বিয়ে করতে আগ্রহী ছিল হাবীলও। দ্বন্দ্ব নিরসনে তাদেরকে কুরবানী করতে বলা হল। যার কুরবানী কবুল হবে সে-ই তার উক্ত বোনকে বিয়ে করতে পারবে। এর পরের কাহিনী পবিত্র কুরআনের ভাষায়Ñ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلDec 1728জানুয়ারিতে জাপানের প্রথম ক্ষেপণাস্ত্র মহড়াadmin December 28 জানুয়ারিতে জাপানের প্রথম ক্ষেপণাস্ত্র মহড়া জাপানের কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার আগামী মাসে প্রথম ক্ষেপণাস্ত্র অপসারণ মহড়া করবে। ২২ জানুয়ারি টোকিও ডোম স্টেডিয়ামের বিনোদন পার্ক এবং সাবওয়ে স্টেশনে মহড়াটি অনুষ্ঠিত হবে। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ভূখন্ডে আঘাত হানতে যাচ্ছে এমন দৃশ্যপটকে মহড়ার সামনে রাখা হবে। দেশ জুড়ে জে-এলার্ট ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হওয়ার পর প্রায় ২৫০ মানুষ দ্রুত কোনো ভবনে বা ভূগর্ভে নিরাপদ আশ্রয় নেবেন। কেন্দ্রীয় সরকার মার্চ থেকে দেশের ২৫টি পৌরসভা নিয়ে যৌথ ভাবে মহড়া করে আসছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় সামান্যই মহড়া হয়েছে কেননা তার জন্যে পথঘাট বন্ধ রাখা সহ বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়। এনএইচকে।Read More **-------------**------------** Dec 1728রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ খালেদা জিয়ার খালাস দাবিadmin December 28 রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ খালেদা জিয়ার খালাস দাবিজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দাবি করে তাকে খালাস দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবী আব্দুর রেজাক খান। খালেদা জিয়ার পক্ষে পঞ্চম দিনের মতো যুক্তি উপস্থাপন শেষে তার আইনজীবী এই দাবি জানান। যুক্তি উপস্থাপনে আদালতে তিনি বলেন, খালেদা জিয়া কুয়েতের টাকা রাখার জন্য অ্যাকাউন্ট খুলেছেন তার প্রমাণশূন্য। শুধু তাই নয়, তার (খালেদা জিয়া) বিরুদ্ধে লিখিত ও মৌখিক কোনো প্রমাণও নেই। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে অস্থায়ী আদালতে পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের এজলাসে গত ২০ ডিসেম্বর যুক্তিতর্কের শুনানি শুরুর পর পাঁচ কার্যদিবসের চারদিনই খালেদার পক্ষে যুক্তি তুলে ধরেন এRead More **-------------**------------** |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |