১ বছরের ছোট-বড় যমজ ভাই-বোন!

যমজ ভাই-বোনরা সাধারণত একই সাথে পৃথিবীর আলো দেখে। কখনো কখনো জন্মের ব্যবধান কয়েক মিনিটও হয়। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক যমজ ভাই-বোনের বয়সের পার্থক্য দাঁড়িয়েছে পুরো এক বছর!
অবিশ্বাস্য মনে হলেও প্রকৃত ঘটনা হলো ২০১৭ সালের ৩১ জানুয়ারি ১১.৫৮ মিনিটে প্রথমে জন্ম নেয় ছেলে শিশু জোকুইন জুনিয়র অন্তিভারোস। তার জন্মের আঠারো মিনিট পরে ২০১৮ সালের ১ জানুয়ারি ১২.১৬ মিনিটে জন্ম হয় তার বোন আইতানা দি জেসাস অন্তিভারোসের।
তাদের মা মারিয়া এসপারেনজা ফ্লোরেস রাইসের ডেলিভারির তারিখ ছিল এ বছরের ২৭ জানুয়ারি। কিন্তু নতুন বছরের প্রাক্কালে প্রসব বেদনা ওঠার পরই হাসপাতালে চলে আসেন তারা। দুই সন্তানের জন্ম সাল ভিন্ন হলেও তাতে মোটেও অখুশি নন তাদের বাবা-মা। বিরল এই ঘটনার সাক্ষী হওয়ার পাশাপাশি তাদের জন্য আরো একটি চমক অপেক্ষা করছিল।
২০১৮ সালের প্রথম শিশু জন্ম দেওয়ার জন্য হাসপাতালের নিয়ম অনুযায়ী তিন হাজার ডলার উপহারও পেয়েছেন তারা।