জাপানি মহিলারা বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী

দীর্ঘতম গড় আয়ুর ক্ষেত্রে জাপানের নারীরা তৃতীয় বছরের মতো বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছেন। আয়ুর ক্ষেত্রে জাপানের পুরুষরা বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছেন।

জাপানে স্বাস্থ্য, শ্রম এবং ওয়েলফেয়ার মন্ত্রণালয় বৃহস্পতিবার জানান জাপানি নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৮৬.৮৩ বছর। জাপানি পুরুষদের গড় আয়ু ৮০.৫ বছর।

পুরুষ ও নারীর উভয় ক্ষেত্রেই আগের বছরের চেয়ে গড় আয়ু বেড়ে গেছে যথাক্রমে ০.২২ এবং ০.২৯ শতাংশ হারে।

লিঙ্গ ব্যবধানের গড় আগের বছরের চেয়ে কমেছে ০.০৭ শতাংশ।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন জাপানিরা বেশি দিন বাঁচার পেছনে কারণ গুলো হলো ক্যান্সার, হৃদরোগ এবং নিউমোনিয়ার চিকিৎসায় ব্যাপক উন্নতি। এসব রোগে আক্রান্ত হয়েই বেশির ভাগ মানুষ মৃত্যুবরণ করে থাকেন।