মঙ্গলবার পশ্চিম জাপান জুড়ে তীব্র দাবদাহ

মঙ্গলবারও পশ্চিম জাপানের অনেক অংশেই তাপমাত্রার তীব্র বৃদ্ধি অব্যাহত ছিল এবং কিয়ুশু ও শিকোকু’র মূল দ্বীপে তা ৪০ ডিগ্রির কাছাকাছি পর্যন্ত পৌঁছায়।

জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, একটি উচ্চচাপের কেন্দ্র কিউশু’র পশ্চিমে অবস্থান করায় সেটি বিস্তৃত এলাকা জুড়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তীব্র করে তোলে।

মঙ্গলবার বেলা ৩টার মধ্যে কিউশু ও শিকোকু এলাকার ১৮টি পর্যবেক্ষণের স্থানে সংশ্লিষ্ট অঞ্চলের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা বা পূর্ববর্তী রেকর্ডের সমান তাপমাত্রা পরিলক্ষিত হয়। কোচি জেলার শিমানতো এবং মিয়াযাকি জেলার মিয়াকোনোজো’তে তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি ছোঁয়।

এদিকে, জাপান জুড়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়া লোকজনের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃতের সংখ্যাও ক্রমশ বাড়ছে।

শুধুমাত্র টোকিওতে সোমবার পর্যন্ত ৯দিন ধরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোট ২৬ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

মৃতদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স ৭০ বা তার উপরে।

জানা যাওয়া ২৬টি মৃত্যুর মধ্যে ২৫টি ঘটেছে বাড়ির অভ্যন্তরে। তাদের মধ্যে ২২ জনের হয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নেই বা তারা সেটি ব্যবহার করেননি।