জাপানে করোনাভাইরাসে নিশ্চিত সংক্রমণের সংখ্যা ৮শ ৫৩
জাপানে নতুন করোনাভাইরাসে মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা এখন ৮শ ৫৩তে উন্নীত হয়েছে।
এর মধ্যে ১শ ৪৮ জন হয় জাপানে সংক্রমিত হয়েছেন অথবা চীন এবং অন্যান্য অঞ্চল থেকে আসা ব্যক্তি।
প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের যাত্রী এবং ক্রু’সদস্যদের মধ্যে ৬শ ৯১টি সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া, জাপান সরকারের ভাড়া করা বিমানে চীনের হুবেই প্রদেশ থেকে দেশে ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে মোট ১৪ ব্যক্তি সংক্রমিত হয়েছিলেন।





















