ইউনেস্কো ওসাকা’র একগুচ্ছ সমাধিস্তূপকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করতে যাচ্ছে

পশ্চিম জাপানের ওসাকা জেলার একগুচ্ছ প্রাচীন সমাধিস্তূপকে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার ইউনেস্কোর এক উপদেষ্টা পরিষদ এই সমাধিস্তূপ তালিকাভুক্ত হতে পারে বলে সুপারিশ করে।

এই মোযু-ফুরুইচি সমাধিস্তূপের গুচ্ছে ৪৯টি সমাধিস্তূপ রয়েছে যেগুলো চতুর্দশ শতাব্দীর শেষ অর্ধাংশ থেকে পঞ্চদশ শতাব্দীর শেষ অর্ধাংশের মধ্যে নির্মিত।

এইসব সমাধিস্তূপের মধ্যে একটি সমাধি রয়েছে যেটি একজন সম্রাটের জন্য নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। এ ধরনের সমাধির মধ্যে বিশ্বে এটিই সবচেয়ে বড়। এর দৈর্ঘ্য ৪৮৬ মিটার।

চলতি বছরের শেষ নাগাদ আযারবাইজানে অনুষ্ঠিতব্য বিশ্ব ঐতিহ্য কমিটির বৈঠকে এই নতুন তালিকা নিয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে জাপানের রয়েছে ১৮টি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য সম্পদ এবং ৪টি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সম্পদ।