কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ তৈরি করছে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানিগুলো
সোসাইটি অব অটোমেটিভ ইঞ্জিনিয়ার্স অব জাপান সম্প্রতি একটি প্রতিযোগিতার আয়োজন করে যেখানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব স্ব-চালিত প্রযুক্তি প্রদর্শন করে।
এদিকে, গত মাসে টোকিও ভিত্তিক উদ্যোগী কোম্পানি আইদেমি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামিং সংক্রান্ত একটি করেসপনডেন্স কোর্স চালু করেছে। জনগনকে লক্ষ্য করে তৈরি করা এই পদক্ষেপ ইতিমধ্যে গাড়ি প্রস্তুতকারকদের মধ্যে কাজ করছে।
আইদেমির প্রধান নির্বাহী কর্মকর্তা আকিহিকো ইশিকাওয়া মন্তব্য করেন যে গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান এবং এর সাথে সম্পর্কযুক্ত কোম্পানিগুলো মারাত্মকভাবে সফটওয়্যার প্রকৌশলীর সংকটে ভুগছে। এই কারণে তারা স্ব-চালনাকে গুরুত্ব দিয়ে এই কোর্স তৈরি করেছে। তিনি বলেন তারা একটি শিল্পে অবদান রাখতে চান যা জাপানের অর্থনীতির মূল ভিত্তি হবে।