৯.৯৯ সেকেন্ডে সানি ব্রাউনের ১শ মিটার দৌড়
তিনি গতকাল আরকানসাসে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর দক্ষিণ পূর্ব আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হন।
২০ বছর বয়সী এই জাপানী দৌড়বিদ, ফাইনালে ৯.৯৯ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম স্থান অধিকার করেন।
তিনি এখন, ২০১০ টোকিও অলিম্পিকে অংশগ্রহণের জন্য যোগ্য হয়েছেন।
সাংবাদিকদের কাছে সানি ব্রাউন, এই দৌড়ে তিনি নিজের সর্বস্ব প্রয়োগ করেন বলে জানান। তিনি, ১০ সেকেন্ডের বাধা অতিক্রম করতে সক্ষম হবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন বলে উল্লেখ করেন।
সানি ব্রাউন, মসৃণভাবে দৌড় আরম্ভ করে মনে করেন যে নিজেকে আরও একটু এগিয়ে নিতে সক্ষম হলে শেষ ২০ মিটারে সময়ের ক্ষেত্রে আরও উন্নতি সাধন করতে পারবেন বলে জানান।
সানি ব্রাউন, ঘানার নাগরিক পিতা ও জাপানী মায়ের ঘরে জন্মগ্রহণ করেন।
তিনি, বর্তমানে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন।