জাপানের বাজার উন্মুক্ত করতে মার্কিন কৃষিমন্ত্রীর আহ্বান

মার্কিন কৃষিমন্ত্রী সনি পারডু, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের জন্য জাপানের বাজার উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানিয়েছেন।

আজ নিইগাতা জেলায় জি ২০ভুক্ত অর্থনীতিগুলোর মন্ত্রী পর্যায়ের এক বৈঠকের পাশাপাশি পারডু, এনএইচকেসহ অন্যান্য সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন।

গতমাসে আরম্ভ হওয়া জাপান যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার বিষয় উল্লেখ করে পারডু, দেশ দুটি অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক সুসম্পর্ক উপভোগ করে আসায় তারা একযোগে এগিয়ে গিয়ে আলোচনার উপসংহারে পৌঁছাতে সক্ষম হবে বলে মন্তব্য করেন।

পারডু, আমেরিকার ভোক্তাদের ব্যয়ের মাধ্যমে জাপান ও জাপানের অর্থনীতি ভাল করে এসেছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র শুধুমাত্র একজন ভাল গ্রাহক হিসেবে উন্নত আচরণ কামনা করে বলে জানান।