ওসাকায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে ডব্লিউটিও’র সংস্কার চাইবেন আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, জুন মাসে ওসাকায় অনুষ্ঠেয় গ্রুপ অব টোয়েন্টি দেশগুলোর শীর্ষসম্মেলনে তিনি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও’র সংস্কারের বিষয়টি উত্থাপন করবেন।

রবিবার অটোয়াতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে এক বৈঠকের পর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে আবে এই মন্তব্য করেন।

জাপান থেকে মৎস্যজাত পণ্য আমদানির উপর দক্ষিণ কোরিয়ার আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে দেখা দেয়া বিরোধে দক্ষিণ কোরিয়ার পক্ষে রায় দেয় ডব্লিউটিও। ২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞাকে অন্যায্য হিসেবে আখ্যা দিয়ে জাপান ডব্লিউটিও’তে অভিযোগ দায়ের করেছে।

আবে বলেন, ডব্লিউটিও’র আপিল বিভাগের অনেক সমস্যা রয়েছে, যেমন তারা এমন প্রস্তাব করে যা সমস্যা সমাধানে আদৌ কোন কাজে আসবে না। তিনি বলেন, ডব্লিউটিও’র কয়েকটি দেশ দক্ষিণ কোরিয়ার পক্ষে সংস্থাটির দেয়া সিদ্ধান্তের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী আবে বলেন, ডব্লিউটিও’র জন্য অপরিহার্য বিষয় হল কোন একটি বিরোধ সমাধানে এমন পরিকাঠামো তৈরি করা যা একুশ শতকের বাস্তবতার সঙ্গে মিলে যাবে। তিনি জুন মাসের শীর্ষসম্মেলনে বিষয়টি আলোচনা করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।