জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা
হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবারে জাপানি হামলার পর ১৯৪২ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের আওতায় প্রায় ১ লক্ষ ২০ হাজার জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে বন্দী শিবিরে পাঠানো হয়।
শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মানযানার ঐতিহাসিক স্থানে জাপানি-মার্কিন নাগরিকদের একটি গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে ২ হাজারেরও বেশি লোক অংশ নেন।
তৃতীয় প্রজন্মের একজন জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারেন কোরেমাৎসু সেখানে একটি বক্তৃতা দেন। তিনি বলেন, লোকজনের নিঃস্পৃহ হওয়া উচিত নয় বরং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের উঠে দাঁড়ানো উচিত।
অন্য বক্তারা বলেন, কারোরই আর কখনো বর্ণবৈষম্যের শিকার হওয়া উচিত নয়। এসময়, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির সমালোচনাও তারা করেন।