জাপানের উত্তরের আল্পস পর্বতমালার একটি নয়নাভিরাম পথ পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে
“তাতেয়ামা কুরোবে আলপাইন” সড়কটি তোইয়ামা এবং নাগানো জেলাকে সংযুক্ত করেছে। শীতকালীন একটি ছুটির পর গতকাল এটি আবারও সম্পূর্ণভাবে খুলে দেয়া হয়েছে। তবে, বিরূপ আবহাওয়ার কারণে সেখানকার একটি জনপ্রিয় দ্রষ্টব্য স্থল বন্ধ করে দিতে হয়।
অনেক দর্শনার্থীই আজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার মিটার উপরে অবস্থিত ঐ এলাকা সফর করতে সমর্থ হন এবং একটি উজ্জ্বল আকাশের নীচে বরফের সুউচ্চ দেয়ালের ছবি তারা তোলেন।
গত নভেম্বর মাস থেকে শুরু হওয়া তুষারপাতে ১৬ মিটার পর্যন্ত উঁচু বরফের দেয়ালের সৃষ্টি হয়েছে।
টোকিও’র অদূরের সাইতামা জেলার এক বয়স্ক জুটি বলেন, দীর্ঘকাল ধরে তারা এর প্রতীক্ষায় থাকলেও শেষ পর্যন্ত নিজেদের ৪৫তম বিবাহ বার্ষিকী উদযাপন উপলক্ষে এই সফরে আসতে সমর্থ হয়েছেন।
তাইওয়ানের একজন তরুণ বলেন, এরকম বিস্ময়কর দৃশ্যাবলী অবলোকন করে তিনি ভীষণ মুগ্ধ।
ঐ পথের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোম্পানি প্রত্যাশা করছে যে গত বছরকে ছাড়িয়ে এ বছর প্রায় দশ লক্ষ দর্শনার্থীর সমাগম সেখানে ঘটবে।
বরফের দেয়ালের ভেতর দিয়ে হাঁটার জন্য বিশেষভাবে নির্মিত পথের একটি অংশ জুন মাসের ২২ তারিখ পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।