জাপানী ভাষার বিদ্যালয়গুলোর জন্য আরও কঠোর মানদণ্ড

জাপানের আইন মন্ত্রণালয়, বিদেশী ছাত্রদের জাপানী ভাষা শেখার বিদ্যালয় স্থাপনের জন্য আরও কঠোর মানদণ্ড নির্ধারণের পরিকল্পনা করছে। উল্লেখ্য, গত দশ বছরে এইধরনের বিদ্যালয়ের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

অভিবাসন বিভাগ, বিরাজমান জাপানী ভাষা শেখার বিদ্যালয়ের সংখ্যা ৭শ ৪৯টি এবং প্রায় এক দশক আগে বিদেশী ছাত্রের সংখ্যা ৩ লাখে বৃদ্ধি করতে সরকারের এক ঘোষণার পর থেকে এসংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে বলে জানায়।

বর্তমান মানদণ্ডে, বিদ্যালয়ে কত ঘণ্টা ক্লাস হয় এবং শিক্ষক সংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।

এসকল মানদণ্ড পূরণ করতে সক্ষম হলে বিভিন্ন কোম্পানিকেও নতুন বিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়া হয়। কিছু সংখ্যক কোম্পানি, তাদের পরিচালিত কারখানায় নিজেদের বিদ্যালয়ের ছাত্রদের কর্মী হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রণালয়, যত দ্রুত সম্ভব এসকল মানদণ্ড আরও কঠোর করার পরিকল্পনা করছে। এতে, বিদ্যালয়গুলোর উপর জাপানী ভাষার দক্ষতা বিষয়ক পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্রদের পাশের সংখ্যা প্রকাশের বাধ্যবাধকতা আরোপের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

জাপানী ভাষা শিক্ষা উন্নয়ন সমিতি, কিছু বিদ্যালয়ে উন্নত ব্যবস্থাপনা থাকলেও কিছু বিদ্যালয়ে তা অনুপস্থিত রয়েছে বলে জানায়। সমিতি, বিদ্যালয়গুলোর উপর নিয়মিতভাবে নজরদার করার একটি ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করে।