গত চারমাসে জাপানে প্রথমবার যন্ত্রপাতির ক্রয়াদেশ বৃদ্ধি
কর্মকর্তারা বলছেন যে প্রধান যন্ত্রপাতি নির্মাতারা ঐ মাসে অভ্যন্তরীণ কোম্পানিগুলোর কাছ থেকে প্রায় সাড়ে সাতশো কোটি ডলারের সমপরিমাণ ক্রয়াদেশ পেয়েছে। এই পরিমাণ হল জানুয়ারি মাসের তুলনায় ইয়েনের হিসাবে ১ দশমিক ৮ শতাংশ বেশি।
তবে জাহাজ নির্মাণ এবং বিদ্যুৎ শক্তি উৎপদানকারীদের এই তালিকায় অর্ন্তভুক্ত করা হচ্ছে না কেননা বিরাট আকারের ওঠানামার প্রবণতা দেখা যায় এসব ব্যবসার ক্ষেত্রে।
ফেব্রুয়ারি মাসের এই বৃদ্ধির প্রধান কারণ হল উৎপাদন শিল্প। তেল ও কয়লা জাতীয় পণ্য নির্মাতারা টার্বাইন এবং অন্যান্য যন্ত্রপাতির জন্য অনুরোধ জানায়। ধাতু জাতীয় পণ্য নির্মাতারা যন্ত্রাপাতি প্রক্রিয়াকরণের জন্য আরও বেশি ক্রয়াদেশ দেয়।
তবে দৃশ্যতঃ বৃদ্ধির এই পরিমাণ অতটাও বিরাট আকারের নয় যে কর্মকর্তারা তাঁদের মূল্যায়ন উর্ধ্বমুখী করে নেবেন।
মন্ত্রীসভা দপ্তর বলছে যন্ত্রপাতির ক্রয়াদেশ এখনো পর্যন্ত খুব একটা যে বৃদ্ধি পেয়েছে তা নয়। চীনা অর্থনীতি মন্থর হয়ে পড়ার কি প্রভাব পড়ে তার উপর ঘনিষ্ঠ ভাবে নজর রাখার প্রয়োজন রয়েছে বলে কর্মকর্তারা জানান।