গুরুত্বপূর্ণ গভর্নর নির্বাচনে ক্ষমতাসীন জোটের জয়

জাপানের রবিবারের স্থানীয় নির্বাচনের ফলাফল চূড়ান্ত করা হয়েছে। গভর্নর, মেয়র এবং স্থানীয় পরিষদের সদস্যসহ কয়েক হাজার আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। একীভূত স্থানীয় নির্বাচনের দুই ধাপের মধ্যে প্রথমটিতে ১১টি জেলার ভোটাররা গভর্নর নির্বাচনের জন্য ভোট দেন।

হোক্কাইদোতে গভর্নর নির্বাচনে জাতীয় ক্ষমতাসীন জোটের সমর্থনপুষ্ট প্রার্থী বিরোধী শিবিরের সমর্থনপুষ্ট প্রার্থীকে পরাজিত করেছেন।

জাপানের উত্তরাঞ্চলীয় জেলা হোক্কাইদোতে প্রধানমন্ত্রী শিনযো আবে’র লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এর ক্ষমতাসীন জোট কোমেইতো’র সমর্থন নিয়ে ইউবারি শহরের সাবেক মেয়র নাওমিচি সুযুকি প্রথমবারের মত গভর্নর নির্বাচিত হয়েছেন।

এটি ছিল একমাত্র গভর্নর নির্বাচন যেখানে ক্ষমতাসীন ও বিরোধী জোট সরাসরি এক অপরের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়। দলগুলো এই নির্বাচনকে চলতি গ্রীষ্মে সংসদের উচ্চ কক্ষের আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি হিসেবে গ্রহণ কোরে এবং ব্যাপক প্রচারণা চালায়।

ক্ষমতাসীন জোট জানিয়েছে, তারা হোক্কাইদো’র এই জয়কে চলতি গ্রীষ্মে উচ্চ কক্ষের নির্বাচনের জন্য তাদের প্রতিদ্বন্দ্বিতার চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে।

বিরোধী জোট উচ্চ কক্ষের নির্বাচনে ৩২টি একক আসন বিশিষ্ট নির্বাচনী এলাকায় যৌথভাবে প্রার্থী দেয়ার বিষয়ে নিজেদের মধ্যে সমন্বয়ের প্রত্যাশা করছে।