অভিবাসন বিষয়ে ট্রাম্পের কঠোর অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্র পরিপূর্ণ হয়ে গেছে এবং মেক্সিকো থেকে অবৈধ অভিবাসীর আগমন অবশ্যই প্রতিরোধ করতে হবে বলে ঘোষণা করে আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে সীমান্ত নিরাপত্তাকে কার্যপ্রণালীতে রাখার প্রচেষ্টার বিষয় পুনরুল্লেখ করেছেন।

ট্রাম্প গতকাল, দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পরিদর্শনের সময় উক্ত মন্তব্য করেন।

ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি, বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের আগমন যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে ভারাবনত করে ফেলছে বলে উল্লেখ করেন।

ট্রাম্প, পুরানো বেড়ার পরিবর্তে দেয়াল নির্মিত হওয়া একটি স্থানও পরিদর্শন করেন। তিনি, দেয়ালটিকে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের জন্য সস্তা, দ্রুত ও কার্যকর উপায় বলে অভিহিত করেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রে অপরাধী এবং মাদক প্রবেশ রোধ করতে মেক্সিকো পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করছে না বলে উল্লেখ করেন। তিনি, মেক্সিকো আরও পদক্ষেপ না নিলে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ এবং মেক্সিকোর পণ্যের উপর করারোপের হুমকি দেন।