টেনিসের নারী এককের র‍্যাংকিং-এর শীর্ষে উঠলেন নাওমি ওসাকা

টেনিসের নারী এসোসিয়েশন বা ডব্লিউটিএ জানিয়েছে যে জাপানের টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের পর নারী এককের র‍্যাংকিং-এ বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছেন। তিনি এশিয়ার প্রথম এককের খেলোয়াড় হিসেবে টেনিস র‍্যাংকিং-এর শীর্ষে উঠলেন।

ডব্লিউটিএ সোমবার তাদের সর্বশেষ র‍্যাংকিং প্রকাশ করেছে।