নাওমি ওসাকা আনন্দিত এবং বিস্মিত

জাপানি টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা, অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের সিঙ্গেলসে বিজয় অর্জন নিয়ে আনন্দিত হলেও বিস্মিত বলে জানিয়েছেন।

চেক প্রজাতন্ত্রের পেট্রা কুভিতোভাকে পরাজিত করে পরপর ২য় গ্র্যান্ড স্লাম বিজয়ের একদিন পর ওসাকা আজ মেলবোর্নে, সাংবাদিকদের কাছে উক্ত মন্তব্য করেন।

এই বিজয়ের মাধ্যমে ওসাকা, মহিলাদের সিঙ্গেলসের বিশ্ব র‍্যাংকিংএ শীর্ষ স্থান দখল করেন।

ওসাকা, বিশ্বের প্রথম স্থান অধিকারী মহিলা টেনিস খেলোয়াড়ের অধিকারী হওয়ার অর্থ তাঁর কাছে এক বিশাল অর্জন বলে উল্লেখ করেন। তিনি, শৈশব থেকে এটি তাঁর অন্যতম লক্ষ্য ছিল বলে জানান।

ওসাকা, নিজের বর্তমান আবাস যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পর আগামী মাসে কাতারে একটি প্রতিযোগিতায় অংশ নেবেন।