আইটি খাতের মন্দার কারণে নিক্কেই সূচকে দরপতন

টোকিও’র শেয়ার বাজারের প্রধান একটি সূচক নিক্কেই গড় নিউ ইয়র্কের বৃহস্পতিবারের শেয়ারমূল্যের আকস্মিক হ্রাসের কারণে ব্যাপক দরপতনের মধ্য দিয়ে বছরের প্রথম লেনদেন শুরু করেছে। সকালের অধিবেশনে নিক্কেই গড় সূচক ৭০০ পয়েন্টেরও বেশি পড়ে যায়। সূচকটি দিনের লেনদেন শেষ করে ৪৫২.৮১ পয়েন্ট বা ২.২৬% কমে ১৯ হাজার ৫৬১ পয়েন্টে।

বিস্তৃত সূচক টপিক্স দিনের লেনদেন শেষ করে ১.৫৩% কমার মধ্য দিয়ে।

শেয়ার বেচে দেয়ার হিড়িক পড়ার প্রধান কারণ হচ্ছে অঙ্গরাজ্য পর্যায়ে অ্যাপলের শেয়ারে দরপতন। মুনাফার পূর্বাভাসে নিম্নমুখী সংশোধনের জন্য এই আইটি কোম্পানি চীনে আইফোনের হতাশাব্যঞ্জক বিক্রিকে দায়ী করার পরে শেয়ারের দর প্রায় ১০% কমে যায়। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য বিরোধের কারণেও আংশিকভাবে এই ঘটনা ঘটে।

টোকিওতে, অ্যাপলের কাছে যন্ত্রাংশ সরবরাহ করা জাপানি কোম্পানির শেয়ারেও যেমন আশা করা হয়েছিল তেমন ব্যাপক দরপতন ঘটে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে নাসডাক সূচকে ৩%-এরও বেশি দরপতনের পরে পুরো প্রযুক্তি খাত ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।

বিষয়টি বৈশ্বিক বিশেষ করে বিশ্বের সর্ববৃহৎ দু’টি অর্থনীতির চাহিদাকে কমিয়ে দেয়া নিয়ে উদ্বেগ বৃদ্ধিতে ইন্ধন যোগাচ্ছে। টোকিওতে সব ধরনের খাতের শেয়ার নেতিবাচকভাবে দিনের লেনদেন শেষ করে।

চলতি সপ্তাহের উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে, মার্কিন কারখানার উৎপাদন এবং ডিসেম্বর মাসের চীনা উৎপাদন উভয়ই কমে গেছে যা ইতোমধ্যেই কঠিন পরিস্থিতির মুখে পড়া বাজার পরিবেশকে নতুন করে নাজুক করে তুলছে।