সম্রাটের শুভেচ্ছায় সর্বাধিক লোকের আগমন

চলতি বছর সিংহাসন ত্যাগের আগে প্রদত্ত সর্বশেষ নববর্ষের শুভেচ্ছা বাণীতে সম্রাট আকিহিতো জাপান ও সারা বিশ্বের জনগণের সুখের জন্য তার আকাঙ্খা ব্যক্ত করেছেন।

বুধবার নববর্ষের শুভেচ্ছায় আগত লোকসংখ্যা রেকর্ড এক লক্ষ ৫০ হাজার ছাড়িয়ে যায়।

পূর্ব নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে সকাল সোয়া ন’টায় মূল ফটক খোলার সময় সেখানে ৩০ হাজার লোক অপেক্ষায় ছিলেন।

সম্রাট এবং রাজকীয় পরিবারের অন্যান্য সদস্য প্রাসাদের বারান্দা থেকে জনতার উদ্দেশ্যে সাতবার হাত নাড়েন।

রাজকীয় পরিবার সংক্রান্ত সংস্থা পূর্ব নির্ধারিত পাঁচ থেকে বাড়িয়ে ছয়বার তাদের আবির্ভাবের আয়োজন করে, কিন্তু ষষ্ঠবারের মত তাদের আবির্ভাবের পরও মানুষের আগমন অব্যাহত থাকে। সম্রাট ও সম্রাজ্ঞীর প্রবল ইচ্ছার কারণে সপ্তমবারের মত এর আয়োজন করা হয়। আগমনকালে সম্রাটের পরিবার প্রাসাদের সম্মুখে অবস্থানরত চার হাজারের বেশি ব্যক্তির সঙ্গে নববর্ষ উদযাপন করে।

রাজকীয় পরিবার সংক্রান্ত সংস্থা জানায়, চলতি বছর সেখানে এক লক্ষ চুয়ান্ন হাজারের বেশি লোকের সমাগম ঘটে, যা বর্তমান হেইসেই আমলে সর্বোচ্চ।