নববর্ষ উপলক্ষে দেশের বাড়িতে ফেরা অব্যাহত
জাপানে, নববর্ষ উপলক্ষে ছুটি কাটাতে দেশের বাড়িতে এবং বিভিন্ন পর্যটন স্থানে গমনকারী লোকজনের ভিড়ে দেশের রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরগুলো লোকজনের ভিড়ে পরিপূর্ণ রয়েছে।
জাপানের রেলওয়ে কোম্পানিগুলো, আজ টোকিও স্টেশন ছেড়ে যাওয়া অধিকাংশ শিনকানসেন বুলেট ট্রেনের অনির্ধারিত আসনের বগিগুলোর ধারণ ক্ষমতা ১শ শতাংশ ছাড়িয়ে যায় বলে জানায়।
বিমান কোম্পানিগুলোর কর্মকর্তারা, আজ টোকিওর হানেদা বিমান বন্দর ত্যাগ করে যাওয়া প্রায় সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট যাত্রীতে পূর্ণ ছিল বলে জানান।
বিমান কোম্পানিগুলো, প্রচণ্ড তুষারপাতের ফলে হোক্কাইদো এবং তোহোকুর মত দেশের উত্তরাঞ্চলীয় এলাকাগুলো থেকে আসা যাওয়ার ফ্লাইটগুলো বিঘ্নিত হতে পারে বলে জানান।
তাঁরা, সর্ব সাম্প্রতিক তথ্য জানতে কোম্পানির ওয়েবসাইটগুলো দেখার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানান।