জাতিসংঘের ২য় দাতা দেশ হিসেবে জাপানকে ছাড়িয়ে চীন
চীন, জাতিসংঘের সাধারণ বাজেটে জাপানকে ছাড়িয়ে ২য় সর্বোচ্চ দাতা দেশে পরিণত হয়েছে।
গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে, সর্বসম্মতভাবে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ৩ বছরের জন্য নতুন বাজেটের অংশীদারীত্ব অনুমোদিত হয়।
এতে জাতিসংঘ, মোট জাতীয় আয় এবং সক্ষমতাসহ বিভিন্ন অর্থনৈতিক সূচকের উপর ভিত্তি করে প্রত্যেক সদস্য দেশের বাজেটের অবদান সংক্রান্ত অংশীদারীত্ব পর্যালোচনা করে।
যুক্তরাষ্ট্র, ২২ শতাংশ নিয়ে সর্বোচ্চ দাতা দেশ হিসেবে বহাল রয়েছে। ১২.০১ শতাংশ নিয়ে ২য় অবস্থানে চীন এবং ৮.৫৬ শতাংশ নিয়ে জাপান ৩য় অবস্থানে রয়েছে।
২০১৬ সালে চীন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের বাজেটে জাপানকে ছাড়িয়ে ২য় সর্বোচ্চ দাতা দেশে পরিণত হয়।
পর্যবেক্ষকদের অনেকেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈশ্বিক সংস্থাটিতে দেশটির সহযোগিতার বিষয় পুনর্বিবেচনা করে চলায় জাতিসংঘে চীনের প্রভাব বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ করেন।