সুনামি সনাক্তকরণ প্রযুক্তি রপ্তানি করবে জাপান

জাপানের যোগাযোগ মন্ত্রণালয় ইন্দোনেশিয়ায় এমন একটি রাডার ব্যবস্থা রপ্তানি করবে যেটি সমুদ্রপৃষ্ঠ নজরদারির পাশাপাশি উপকূলের অদূরে সুনামি সনাক্ত করতে সক্ষম।

উল্লেখ্য, ২০১১ সালের মহা ভূমিকম্প এবং সুনামির পর এই নজরদারি ব্যবস্থার ব্যবহার জাপানে শুরু হয়।

এটি সুনামির উচ্চতা, দিক এবং গতি সনাক্ত করতে পারে। এই তথ্য সুনামির মুখোমুখি হওয়া লোকজনকে এর প্রভাব মোকাবেলায় এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে।

২০২০ সালের মার্চ মাসের শেষ নাগাদ জোগজাকার্তায় পরীক্ষামূলকভাবে এরকম একটি ব্যবস্থা স্থাপন করা হবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে সুলাওয়েসি দ্বীপে একটি ভূমিকম্প আঘাত হানার পর সৃষ্ট সুনামিতে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।

যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, সুনামির ক্ষতি এবং লোকজনের জীবন বাঁচাতে জাপানের প্রযুক্তি সহায়তা করতে সমর্থ হবে বলে তার প্রত্যাশা।