জি-২০ সম্মেলনের প্রথম দিনে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য নিয়ে আলোচনা
বিশ্ব অর্থনীতি, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের মত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে বিশ্বনেতৃবর্গ শুক্রবার আর্জেন্টিনায় জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিন অতিবাহিত করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে সম্মেলনকে জানান, বাণিজ্য নিয়ে তীব্র উত্তেজনা বৈশ্বিক অর্থনীতির জন্য একটি মারাত্মক ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধের মধ্যে এই মন্তব্য করা হয়।
আবে বলেন, মুক্ত ও অবাধ অর্থনীতি হল শান্তি ও সমৃদ্ধির ভিত্তি এবং সংরক্ষণবাদ ও বাণিজ্য নিষেধাজ্ঞা কোন দেশের জন্য লাভজনক হতে পারে না।
চীনকে মাথায় রেখে আবে বলেন, যেসব রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি অবাধ প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে সেগুলোকে ভর্তুকি দেওয়া বিলোপ করতে দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা চালানো উচিত।
আবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিস চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন।
দু’দিনের এই সম্মেলনের প্রথম দিনের বৈঠকে বিশ্বনেতৃবর্গ সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বেড়ে চলা উত্তেজনা নিয়েও মত বিনিময় করেন বলে জানা যায়।