বিদেশে অধ্যয়নরত জাপানী ছাত্রদের জন্য কর্মসংস্থান মেলা
যুক্তরাষ্ট্রের বোস্টনে গতকাল, মূলত বিদেশে অধ্যয়নরত জাপানী ছাত্রদের লক্ষ্য করে একটি কর্মসংস্থান মেলা আরম্ভ হয়েছে।
এটি, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে অধ্যয়নরত ৫ হাজারের বেশী লোকজনের মনোযোগ আকর্ষণ করে।
ভেনুটিতে, প্রায় ২শ ৩০টি কোম্পানি নিজেদের বুথ স্থাপন করেছে। এগুলোর মধ্যে, জাপানী কোম্পানির পাশাপাশি বিদেশী পরামর্শক এবং তথ্য প্রযুক্তি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে।
আয়োজকরা, অধিকাংশ কোম্পানি ইংরেজিসহ অন্যান্য ভাষায় ভাল দক্ষতা সম্পন্ন লোকদের নিয়োগ করতে তাৎক্ষনিক কাজের প্রস্তাব দেয়ার ইচ্ছা পোষণ করছে বলে জানায়।