পুরোদমে নতুন খাদ্যপণ্যের বাজার খোলার প্রস্তুতি
গতকাল, ৮৩ বছরের ব্যবসায়িক ইতিহাসের সমাপ্তি টেনে পাইকারি বাজারটি বন্ধ হয়ে যায়।
আগামী বৃহস্পতিবার, টোকিওর তোয়োসু এলাকার অদূরে অবস্থিত নতুন বাজারটি খুলবে।
নতুন স্থাপনাটিতে, বিপুল পরিমাণ পণ্য এবং সরঞ্জামাদি সরিয়ে নিতে হবে। এই বিপুল পরিমাণ জিনিষপত্র, প্রায় ৫ হাজার ৩শটি ট্রাক পূর্ণ করার জন্য যথেষ্ট।
আগামী বুধবারের মধ্যে, নতুন বাজারটিতে ব্যবহারের জন্য মোট ২ হাজার ৬শটি ক্ষুদ্রাকারের গাড়ি ও ফর্কলিফট নিয়ে আসতে হবে।
কর্তৃপক্ষ, পুরানো এবং নতুন স্থাপনাগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী একটি নতুন সড়কের একটি অংশ সাময়িকভাবে খুলে দিয়েছে।
আজ সকাল ৮টায়, নতুন স্থাপনাটিতে ট্রাক এসে পৌঁছা আরম্ভ হয়।
পাইকারি ব্যবসায়ী কাযুতাদা ইগারাশি, সুকিজি থেকে তোয়োসুতে রেফ্রিজারেটর সরিয়ে আনতে সারারাত ধরে কাজ করছেন বলে জানান। তিনি, নতুন বাজারের পরিস্থিতি ভিন্ন হবে এমন আশাবাদ ব্যক্ত করে সেখানে কাজ করার অপেক্ষা করছেন বলে উল্লেখ করেন।