জাপানের সমুদ্র উপকূলে দাবদাহ অব্যাহত
জাপান সাগরের উপকূলবর্তী জনগোষ্ঠী দাবদাহের মধ্যে সোমবার আরেকটি দিন অতিবাহিত করেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে পর্বতমালার উপর দিয়ে বয়ে চলা দক্ষিণের বায়ু জাপান সাগরের বিভিন্ন এলাকায় তপ্ত বাতাস নিয়ে আসছে।
আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা এটাকে “বিস্ময়কর ফন ঘটনা” হিসেবে আখ্যায়িত করেছেন। এতে ইশিকাওয়া, গিফু, নি’গাতা এবং ফুকুই জেলার বেশ কিছু এলাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রী সেলসিয়াসের উপর উঠে গেছে।
মঙ্গলবারও এই দাবদাহ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা হিট স্ট্রোক এড়ানোর জন্য লোকজনকে যথেষ্ট পরিমাণ পানি পান করার পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করার অনুরোধ জানাচ্ছেন।





















