পারকিনসন্স রোগের চিকিৎসায় স্টেম কোষ ব্যবহারের পরীক্ষা শীঘ্রই আরম্ভ

কিয়োতো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল পারকিনসন্স রোগের চিকিৎসার জন্য কৃত্রিমভাবে তৈরি বিভিন্ন কোষ উৎপাদনে সক্ষম স্টেম কোষ বা আইপিএস কোষ ব্যবহারের মাধ্যমে শীঘ্রই রোগীদের উপর পরীক্ষা আরম্ভ করবে।

পারকিনসন্স হলো এমন এক রোগ যা সহজে নিয়ন্ত্রণ করা যায় না এবং এতে মস্তিষ্কের ডোপামিন উৎপন্নকারী কোষ কমে যাওয়ার ফলে স্নায়বিক কার্যকলাপের ক্রমান্বয়ে অবনতি ঘটে।

জাপানে এই স্নায়ুরোগে আক্রান্ত প্রায় দেড় লক্ষ রোগী রয়েছে বলে ধারণা করা হয়। এই রোগের পরিপূর্ণ কোন চিকিৎসা এখন পর্যন্ত আবিস্কৃত হয়নি।

কিয়োতো বিশ্ববিদ্যালয় জাপানের আইপিএস গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করছে। কিয়োতো বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক রিয়োসুকে তাকাহাশি এবং কিয়োতো বিশ্ববিদ্যালয়ের আইপিএস কোষ গবেষণা ও প্রয়োগ কেন্দ্রের অধ্যাপক জুন তাকাহাশির নেতৃত্বাধীন গবেষক দল রোগীদের উপর পরীক্ষা চালানোর জন্য সরকারি অনুমোদন লাভ করেছেন।

পরীক্ষায়, আইপিএস কোষের মাধ্যমে উৎপন্ন কোষগুলোকে রোগীদের মস্তিস্কে স্থাপন করা হবে। কোষগুলো তখন ডোপামিন-উৎপন্নকারী স্নায়ু কোষে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।

গবেষক দলটি আশা করছে এই চিকিৎসাসেবা একসময় বৃহৎ পরিসরে ব্যবহৃত হবে এবং জাপানের স্বাস্থ্য বিমা ব্যবস্থায় তা অন্তর্ভুক্ত হবে।

জাপানে চোখের রেটিনার রোগের চিকিৎসায় আইপিএস কোষের ব্যবহারের মাধ্যমে রোগীদের উপর পরীক্ষা চালানো হচ্ছে। এছাড়া সরকার এই কোষ ব্যবহারের মাধ্যমে হৃদরোগ চিকিৎসায় পরীক্ষা চালানোর অনুমোদন দিয়েছে।