শীর্ষ বৈঠকে যোগ দিতে আজ জাপানে এসে পৌঁছেছেন চীনা প্রধানমন্ত্রী
দক্ষিণ কোরিয়া যুক্ত থাকা একটি ত্রিপক্ষীয় বৈঠক এবং জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবের সংগে একটি দ্বিপক্ষীয় সংলাপে অংশ নেয়ার জন্য জাপান এসে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াং।
নিজ পদে আসীন হবার পর এটি মি: লি’র প্রথম জাপান সফর। অন্যদিকে, গত ৭ বছরের মধ্যে কোন চীনা প্রধানমন্ত্রীও এবার প্রথম জাপান সফরে এলেন।
আগামীকাল মি: লি দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে-ইন এবং মি: আবের সংগে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি মি: আবের সাথেও পৃথকভাবে আলোচনায় বসবেন।
শীর্ষ বৈঠকগুলোতে চীন উত্তর কোরিয়াকে সামাল দেয়ার ক্ষেত্রে এবং বাণিজ্য সংরক্ষণবাদ নিয়ে সহযোগিতা চাইবে।
গতমাসের আন্ত:কোরীয় শীর্ষ বৈঠকে স্বাক্ষরিত যৌথ ঘোষণায় কোরীয় যুদ্ধ সংশ্লিষ্ট একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তির স্থলে একটি স্থায়ী শান্তি কাঠামো প্রণয়নের জন্য দুই কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি সম্ভব হলে চীনের মধ্যে আলোচনা অনুষ্ঠানের আহবান জানানো হয়।
চীন দৃশ্যত এই প্রক্রিয়ায় জাপানের অংশগ্রহণকে স্বাগত জানাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সাথে বাণিজ্যিক দ্বন্দ্ব ক্রমশ জোরালো হওয়ার প্রেক্ষাপটে সংরক্ষণবাদ নিয়েও জাপানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে বেইজিং।