ইন্দোনেশিয়া ও জাপান সফরে চীনা প্রধানমন্ত্রী
ইন্দোনেশিয়া ও জাপানে সরকারি সফরের উদ্দেশ্যে রবিবার বেইজিং ত্যাগ করেছেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি জাপানে সপ্তম চীন-জাপান রক লিডার সভায় যোগ দেবেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে’র আমন্ত্রণে লি এই সফর করছেন। খবর সিনহুয়া’র।
চীনা প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন, স্টেট কাউন্সিলর জিয়াও জি এবং স্টেট কাউন্সিলের মহাসচিব হি লাইফিং। এছাড়া ন্যাশনাল কমিটি অব দ্যা চাইনিজ পিপলস পলিটিকাল কনসালটেটিভ কনফারেন্স এর ভাইস-চেয়ারম্যান এবং ইনচার্জ অব দ্যা ন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড রিফর্ম কমিশনের মিনিস্টারও রয়েছেন। সিনহুয়া।