কেলেঙ্কারিতে জড়িয়ে অর্থ সচিবের পদত্যাগ
নারী সাংবাদিকদের প্রতি যৌনঘটিত মন্তব্য করাকে কেন্দ্র করে জাপানের প্রশাসনিক অর্থ সচিব পদত্যাগ করছেন।
অর্থমন্ত্রী তারো আসো বুধবার সন্ধায় সাংবাদিকদের বলেন, তার সহকারী জুনিচিরো ফুকুদা জানিয়েছেন, তার পক্ষে দাপ্তরিক দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে।
আসো জানান, তিনি ফুকুদার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
গতসপ্তাহে এক সাপ্তাহিক পত্রিকায় এই মর্মে সংবাদ পরিবেশিত হয় যে, ফুকুদা মদ্যপানকালে নারী সাংবাদিকদের প্রতি যৌনঘটিত মন্তব্য করেছেন।





















