সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক হামলায় সমর্থন জানিয়েছে জাপান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রশাসনের বিরুদ্ধে হামলা চালাতে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সমর্থন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

আবে শনিবার বলেন, কোন অবস্থাতেই রাসায়নিক অস্ত্রের ব্যবহার করতে দেয়া উচিত হবে না সেটা যে অবস্থাতেই হোক না কেন।

তিনি বলেন, এজন্য জাপান সরকার যুক্তরাষ্ট্র, বৃটেন ও ফ্রান্সের নেয়া সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, তিনি অনুধাবন করতে পারছেন যে পরিস্থিতির আরও অবনতি রোধ করতেই দেশগুলো এই হামলা চালিয়েছে।