১১ জন ক্রু নিয়ে মার্কিন নৌ-বিমান জাপান উপকূলে বিধ্বস্ত
জাপানের উপকূলে মার্কিন নৌবাহিনীর এক বিমান বিধ্বস্ত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে মার্কিন নৌবাহিনী জানাচ্ছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি তারা। বিমানটিতে আরোহী ক্রুদের তথ্যও গোপন রাখা হয়েছে।
ফিলিপাইন সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের বহরে যুক্ত ছিলো বিমানটি। এতে মোট ১১ জন ক্রু ছিলো। এর আগে, গত আগস্টে সিঙ্গাপুর উপকূলে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংষর্ষের ফলে ১০ মার্কিন নৌ-সেনার মৃত্যু হয়। বিবিসি।






















