চীনকে টপকিয়ে এশিয়ায় সেরা সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়

চীনকে পেছনে ফেলে শিক্ষায় সেরা হওয়ার প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো এগিয়ে গেলো ছোট্ট দেশ সিঙ্গাপুর। গত বৃহস্পতিবার ঘোষিত এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (এনইউএস।
টাইমস হায়ার এডুকেশন সাময়িকী তাদের এবছরের তালিকায় সিঙ্গাপুরের এ বিশ্ববিদ্যালয়টিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নাম্বারে আসন দিয়েছে। যেখানে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নামী ও বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোও এর পরের অবস্থানে রয়েছে।
টাইমস সাময়িকীর সম্পাদক ফিল বেটি বলেন, ‘সিঙ্গাপুরের এ বিশ্ববিদ্যালয়টি মহাদেশের জন্য একটি রোল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাছাড়া সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া এশিয়ার এই বিশ্ববিদ্যালয়গুলো মার্কিন ও গ্রেট ব্রিটেনের ঐতিহ্যবাহী পশ্চিমা এলিটদের চ্যালেঞ্জ জানাতে পারে।’
প্রভাবশালী লন্ডন ভিত্তিক এই নির্দেশিকাটি উচ্চশিক্ষার ক্ষেত্রে ১৩টি কর্মক্ষমতা সূচকে বিশ্ববিদ্যালয়, গবেষণা কর্মক্ষমতা এবং শিক্ষণ পরিবেশ নিয়ে বিশ্লেষণ পরবর্তী এই তালিকা প্রণয়ন করেছে।
তবে প্রথম স্থান হারালেও এ তালিকায় পরের দুটি স্থানেই রয়েছে চীন। দ্বিতীয় হওয়া পিকিং বিশ্ববিদ্যালয় ও তৃতীয় আসন লাভকারী সিংগুয়া বিশ্ববিদ্যালয় দুটি দেশটির রাজধানী বেইজিংয়ে অবস্থিত। তার পেছনে আবারো ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ার দৌড়ে রয়েছে সিঙ্গাপুরের অন্য আরেকটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নানইয়াং টেকনোজিক্যাল ইউনিভার্সিটি।
তবে এ তালিকার সংক্ষিপ্ত অংশে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয়ের ঠাই হয়নি। সিএনএন।