জাপানের আকাশসীমায় ঢোকার রেকর্ড রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের

জাপানের আকাশসীমায় চীন ও রাশিয়ার বিমান ঢুকে পড়ার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি বছর এপর্যন্ত এক হাজার বারের বেশি দেশটির আকাশসীমায় ঢুকে পড়া চীন-রাশিয়ার বিমানের গতিরোধ করেছে জাপানের বিমানবাহিনী। জাপানের স¤প্রচার সংস্থা এনএইচকে দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ৭৬ ভাগ ক্ষেত্রে চীনা এবং ২৩ ভাগ ক্ষেত্রে রাশিয়ার বিমান জাপানের আকাশসীমায় ঢুকে পড়েছে। এসব বিমানের গতিরোধ করতে জাপানের বিমানবাহিনীর জেট বিমান পাঠাতে হয়েছে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব চীনসাগরের দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধে জাপানের প্রতি সমর্থন ঘোষণা করায় চলতি মাসে উদ্বেগ প্রকাশ করে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মধ্যে এক বৈঠকে এ সমর্থন ঘোষণা করা হয়।