যুক্তরাষ্ট্রে জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য মেরিল্যান্ডে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে। যুক্তরাষ্ট্রে জাপানের বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হতে পারে বলে জানায় বিবিসি।
এর আগে ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছিল, মেক্সিকোতে জাপানের গাড়ি তৈরির বিশ্ববিখ্যাত কোম্পানি টয়োটা একটি ফ্যাক্টরি তৈরি করলে তার উপর উচ্চহারে কর আরোপ করা হবে। ট্রাম্প জানান, গাড়ি তৈরির প্লান্ট তৈরি করা হলে যুক্তরাষ্ট্রে তৈরি করা হক। এতে এই দেশের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
এই ভ্রমণে অর্থনৈতিক বিষয় ছাড়াও পূর্ব এশিয়া অঞ্চলে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়েও আলোচনা করবে দুই দেশের প্রধান।
উল্লেখ্য, ট্রাম্প জাপানের সমালোচনা করে এক সময় জানিয়েছিলেন, ন্যাটো ভুক্ত দেশ হিসেবে জাপানকে যে পরিমাণে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, তার ফিরতি হিসেবে জাপান যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রদান করছে না। এ ছাড়াও জাপানের ন্যাটো সদস্য হিসেবে আরো বেশি পরিমাণ টাকা দেয়া উচিত বলেও জানিয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি জাপানে যুক্তরাষ্ট্রের গাড়ির বিক্রি না হওয়ার জন্যও দেশটির সমালোচনা করেছেন এই মার্কিন প্রেসিডেন্ট।