জাপান সফরে মার্কিন পররাষ্ট্র প্রদান
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস শুক্রবার জাপানে এসে পৌঁছেছেন। ম্যাটিস জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে সহ বিভিন্ন উচ্চপদস্ত কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। তারা উত্তর কোরিয়া সহ দ্বিপাক্ষিক জোট নিয়ে আলোছনা করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর এটিই হচ্ছে ম্যাটিস এর প্রথম জাপান সফর।
ফেব্রুয়ারির ১০ তারিখ আবে-ট্রাম্প শীর্ষ বৈঠকের প্রাথমিক কাজও করবে ম্যাটিস’র সফর। ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বৈঠকে জাপানের প্রত্যাশার অন্যতম একটি হচ্ছে জাপান-মার্কিন নিরাপত্তা জোট নিশ্চিত করা।





















