বিদ্যুৎ সরবরাহে গোলোযোগের কারণে ভূমিকম্পের ভুল এলার্ম

জাপানের আবহাওয়া বিভাগের কর্মকর্তারা বলেছেন তাদের সিসমিক সিস্টেমে বিদ্যুৎ সরবরাহের গোলোযোগের কারণে এ মাসের গোড়াতে টোকিও উপসাগর থেকে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি হয়ে যাচ্ছে বলে একটি ত্রুটিপূর্ণ এলার্ম বেজে ওঠে।

আগষ্টের ১ তারিখ আবহাওয়া বিভাগ ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানতে যাচ্ছে বলে সতর্কতা জারি করে।

তবে তারা সঙ্গে সঙ্গেই তা প্রত্যাহার করে নেয় কিন্তু ইতিমধ্যেই রেলওয়ে কোম্পানি গুলো সাময়িক ভাবে তাদের ট্রেন গুলোকে থামিয়ে দেয়।

কর্মকর্তারা বলেছেন টোকিও’র নিকট ফুৎসু সিসমোমিটারে বিদ্যুত সরবরাহে গোলোযোগ ঘটে, ফলে কম্পন সেন্সর অনিয়ন্ত্রিত ভাবে ভূকম্পন সতর্ক বার্তা প্রেরণ করে।

কর্মকর্তারা বলেছেন বিদ্যৎ সরবরাহের ত্রুটির কারণ এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু বজ্রপাত এর একটি কারণ হতে পারে।