৫০ মিনিটে ৪০ জনকে ছুরিকাঘাত!!

এ সপ্তাহে জাপানের সবচেয়ে ভয়াবহ গণহত্যার সাথে জড়িত ব্যক্তি এক ঘন্টারও কম সময়ে ৪০ জনকে হত্যা করেছেন।

পুলিশ বলেছে ২৬ বছরের সাতোশি উয়েমাৎসু মঙ্গলবার রাত ২টার দিকে প্রতিবন্ধী কেন্দ্রের ভেতরে ঢুকে একের পর এক মানুষকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন।

ঘটনায় ১৯ জন নিহত এবং ২৬ জন আহত হন।

সিকিউরিটি ক্যামেরার ফুটেজে দেখা যায় তিনি রাত ২টা ৪৭ এ ভবনটি ত্যাগ করছেন।

সেখানকার এক কর্মী একটি মেসেজ এপ্লিকেশনে হামলার কথা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন সাবেক সহকর্মী ভয়ঙ্কর কিছু একটা করছে, এরপরি পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়।