ক্যামেরার সামনে অট্টহাসি দিলো জাপানের ছুরি হামলাকারি

জাপানের মানসিক প্রতিবন্ধী কেন্দ্রে ছুরি হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করা ওই ব্যক্তিকে বুধবার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অট্টহাসি দিতে দেখা গেছে। দেশের ইতিহাসে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় জিজ্ঞাবাদের জন্য নেয়ার আগে সে এভাবে হাসে।
২৬ বছর বয়সী জাপানের এ নাগরিক বারবার জানায়, সে ছুরি হামলা চালিয়ে সকল প্রতিবন্ধীকে হত্যা করতে চেয়েছিল।
এ সময় নীল রংয়ের জ্যাকেট দিয়ে মাথা মুড়িয়ে থাকা সাতোশি উয়িমাতসুকে একটি থানার বাইরে নিরাপত্তা কর্মীরা ঘিরে রেখেছিল। তারা সেখানে একটি ভ্যানের অপেক্ষায় ছিল। গাড়ির ভিতরে জ্যাকেট সরিয়ে ফেলায় ভিডিও ফুটেজে তাকে উচ্চস্বরে হাসতে দেখা যায়।
জাপানের তিসুকুই থানার এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে প্রসিকিউটরদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবন্ধী কেন্দ্রে হামলার ঘটনায় গ্রেফতার হওয়ার পর উয়িমাতসুকে ওই থানায় রাখা হয়েছিল।